নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গা এখন কোন ব্যাপারই না

পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে ঘটলে একটু বেশি বিপত্তিই দেখা দেয়। কারণ কম্পিউটার এর থেকে মোবাইলের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অনেকে সিকিউরিটির কথা ভেবে মোবাইলের সিকিউরিটি কোড পরিবর্তন করে রাখে। কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি। আর সেই কোড ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়েই তাদের চাহিদামত পেমেন্ট করতে হয়।
আর এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য মাস্টার কোড পেতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার মোবাইলের (*#06# চেপে ) IMEI কোডটি কোথাও/নোটপ্যাডে লিখে রাখুন।
২। এরপর এই লিঙ্কে চলে যান।
৩। এরপর নিচের ছবিতে নির্দেশিত বক্সে সেই ইএমইআই কোডটি প্রবেশ করান।
 
৪। তারপর I’m legal owner of the phone with that IMEI লেখার পাশের টিক চিহ্নটি দিয়ে দিন।
৫। এবার Generate বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলের জন্য মাস্টার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি আপনার সিকিউরিটি কোডটি ভাঙ্গতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcome visitor! Please wait till I load my blog page...