মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৭ টি উপায়

হ্যালো বন্ধুগণ। কেমন আছেন সকলে, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৭ টি গুরুত্বপূর্ণ উপায়। অনেক সময় দেখা যায় ব্যাটারি এর কারণে আমাদের অকারনে ভোগান্তি বেড়ে যায়। আর সেকারনে আমাদের জেনে রাখা দরকার কেন ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এজন্য আমাদের করনীয় কি…
»অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন ।
»আমরা অনেকে কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন ব্যবহার করি যা অপ্রয়োজনে করা উচিত নয় ।
»মোবাইল এর ডিসপ্লেতে আলো কমিয়ে রাখুন ।
»পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন ।
»কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে টা বন্ধ করে রাখাই উত্তম ।
»মোবাইল এ গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তু এতে ব্যাটারির আয়ুস্কাল কমে যায় । তাই এদিকে লক্ষ্য রাখা উচিত ।
»যদি মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জ ব্যবহ্রত হয় ।
 
আশা করি এভাবে চালালে আপনার ব্যাটারি লাইফ কিসুটা হলেও বৃদ্ধি পাবে ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

Welcome visitor! Please wait till I load my blog page...