আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটারকে সম্পুর্ণভাবে কন্ট্রোল করুন

মোবাইল দিয়ে অনেকেই নিজের কম্পিউটার কন্ট্রোল করেছেন । আমি নিজেও করেছি । কিন্তু Telexy Networks এর SymRDP প্রোগ্রামটি রিমোট ডেস্কটপকে নতুনভাবে পরিচয় করে দিয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে ।



 
আপনারা যারা মোবাইলে সিমবিয়ান অপারেটিং এর ৫ম ভার্সন ব্যবহার করেন তারা তাদের মোবাইল ফোন দিয়ে নিজের কম্পিউটার অথবা অফিসের কম্পিউটারকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন । SymRDP প্রোগ্রামটি টাচ স্ক্রীন সাপোর্ট করে, তাই আপনার মোবাইলে টাচ করে মাউস মুভ করা থেকে শুরু করে সম্পূর্ণ কিবোর্ড ও ব্যবহার করতে পারবেন । এবং আপনারা মোবাইল দিয়ে কম্পিউটারের গেমও খেলতে পারবেন ।
যেসব মোবাইল ফোন সাপোর্ট করবে সেগুলো হলো …
  • Nokia 5230
  • Nokia 5235 Comes With Music
  • Nokia 5530 XpressMusic
  • Nokia 5800 Navigation Edition
  • Nokia 5800 XpressMusic
  • Nokia N97
  • Nokia N97 mini
  • Nokia X6
  • Samsung i8910 HD
  • Series 60 5th edition
  • Sony Ericsson Satio (Idou)
  • Sony Ericsson Vivaz
সুতরাং যারা সিমবিয়ান অপারেটিং এর ৫ম ভার্সনসহ মোবাইল ব্যবহার করেন তারা আজই ভিজিট করুন Telexy Networks SymRDP এর ওয়েবসাইট এবং ডাউনলোড করে উপভোগ করুন রিমোট ডেস্কটপের মজা ।




Welcome visitor! Please wait till I load my blog page...