ফেসবুকে আমরা প্রায়ই দেখে থাকি অনেক ইমেজ বা শেপ যেগুলো একটু ভিন্ন ধরনের টেক্সট দিয়ে তৈরী করা। আপনি চাইলে আপনিও সে ধরনের শেপ বা আর্ট তৈরি করতে পারেন।
নিচের ছবিটা দেখুন যেটি ছবি থেকে তৈরি করা হয়েছে আসকি আর্ট হিসেবে।
শহীদ আবদুস সালাম (ভাষা সৈনিক) |
আমি নিচে আপনাদের ১০টি সাইটের লিংক দিচ্ছি। যেগুলোতে আপনি আপনার ইমেজ থেকে বা টেক্সট থেকে আর্ট তৈরী করে পরে সেটি কপি পেস্ট করে করতে পারবেন।
- http://www.asciiarts.net
- http://photo2text.com
- http://www.asciiart.ca
- http://www.ascii-art-generator.org
- http://www.glassgiant.com/ascii
- http://www.lunatic.no/ol/img2aschtml.php
- http://patorjk.com/software/taag
- http://www.network-science.de/ascii
- http://www.typorganism.com/asciiomatic
- http://www.degraeve.com/img2txt.php
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।