আসুন Google মামার দ্বারা ফটো দিয়ে ফটো সার্চ করি ।

আজকে আমি আপনাদের জন্য একটি অতি সাধারন টিপস নিয়ে এলাম। আমার মনে হয় এই টিপস টি সবাই জানেন , কিন্তু আমার অনেক নতুন বন্ধু আছে যারা জানেনা । আমার এই পোস্ট শুধু মাত্র তাদের জন্য । তো টিপস টি হল আমারা Google থেকে যেকোনো ফটো ডাউনলোড করতে সেই ফটো টির নাম লিখে সার্চ দিই , কিন্তু আপনি চাইলে ফটো দিয়েই ফটো সার্চ করতে পারবেন । কাজটি একদম সোজা । একটু নিচে দেখুন ।


* প্রথমে আপনি Google এ যান তারপর উপর থেকে Image এ ক্লিক করুন , তারপর সার্চ বক্সে দেখবেন একটি ক্যামেরা এর ফটো আছে তাতে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
* এবার একটি বক্স আসবে সেখানে Upload an Image এ ক্লিক করুন । তারপর Choose File থেকে আপনি যার ফটো সার্চ করতে চান সেই ফটো টি Upload করুন , এবার কিছুক্ষণ অপেক্ষা করুন । এবার দেখুন সে ফটোটি সম্পর্কে বিস্তারিত দিয়েছে এবং সঙ্গে আরও ফটো আছে । নিচে চিত্রে দেখুন । 
* দেখলেন তো কাজটি কতো সোজা । তাহলে আপনারাও শুরু করে দিন ফটো দিয়ে ফটো সার্চ করা । আমি আগেই বলেছি এটা অনেকেই জানেন এই পোস্ট শুধু মাত্র নতুন যারা জানেনা । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লা হাফেজ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcome visitor! Please wait till I load my blog page...