আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদেরকে দারুন একটি বাংলা Facebook Like বক্স Widget উপহার দেবো , আশাকরি আপনাদের খুব পছন্দ হবে এবং আপনার ব্লগকে আরও সুন্দর করে তুলবে । কিভাবে যুক্ত করবেন সব কিছু পেতে একটু কষ্ট করে নিচে যান ।
প্রথমে আপনার ব্লগ লগ অন করুন, তারপর Layout অপশন এ যান , তারপর Add a Gadget অপশন এ যান । নীচের চিত্রে দেখুন ।
Add a Gadget এ ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখান থেকে HTML/JavaScript অপশন এ যান । নীচের চিত্রে দেখুন ।
HTML/JavaScript
এ ক্লিক করলেই আর একটি উইন্ডো ওপেন হবে , সেখানে Title ঘরটা ফাকা রাখুন
এবার Content ঘরে নীচের কোড কপি করে পেস্ট করুন তারপর Save বটনে ক্লিক
করে বেরিয়ে আসুন ।নীচের চিত্রে দেখুন ।
<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?locale=bn_IN&href=http%3A%2F%2Fwww.facebook.com%2FTECHComputerBD&width=250&height=258&show_faces=true&colorscheme=light&stream=false&border_color&header=false"
scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden;
width:236px; height:258px;" allowtransparency="true"></iframe>
* উপরে লাল রঙে যে TECHComputerBD আছে সেটি মুছে আপনার ফেসবুক এর URL টি দিন
। ব্যাস এবার Save করে নিন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে
অন্য কিছু নিয়ে । আল্লা হাফেজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন