Pages

মোবাইল থেকে ফেসবুক টাইমলাইন এ কভার ফটো চেন্জ করুন।

===================================
আগেই বলে রাখি কোন কোন সময় কাজ নাও করতে পারে,কাজ না করলে দয়া করে বাজে মন্তব্য করবেন না।
আমি নিজে ট্রাই করছি এবং আমার কাজ করেছে।
আশা করছি আপনাদের ও কাজ করবে।
১মে আপনার প্রোফাইলে যান।
তারপর ওপেরা মিনি থেকে এড্রেস বারে যান।
এবং এড্রেসের ১ম দিকে এম(htttp://m.) কেটে টাচ(http://touch.) বসান।
যেমনঃ http://touch.facebook.com


এবার দেখবেন আপনার প্রোফাইলে টাইমলাইন শো করছে।
এবার যে যায়্গাটিতে কভার ফটো থাকে,ওইখানে দেখুন একটা ক্যামেরা আইকন আছে

নিচের দিকে,ঠিক সেখানে ক্লিক করুন।
এবার আপনার এলবাম গুলো থেকে এলবামের যেকোন একটা ফটো সিলেক্ট করতে বলবে।

যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দিন।
এবার যে পেইজ আসবে , সেখানে দেখবেন উপরের দিকে ” ইউজ ” লেখা আছে।

সেখানে ক্লিক করুন,ব্যাস সেট হয়ে গেলো আপনার কভার ফটো।
==============================

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন